ইনসাইড বাংলাদেশ

নারায়ণগঞ্জে আলোচিত তৈমূর আলম


প্রকাশ: 02/12/2023


Thumbnail

সভা-সমাবেশ ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত-সমালোচিত প্রার্থীর নাম তৈমূর আলম খন্দকার। আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন তৈমূর।  নতুন দল তৃণমূল বিএনপির মহাসচিবও তিনি।

জানা যায়, সংসদ নির্বাচনে এই প্রথমবার তিনি অংশগ্রহণ করছেন। এর আগে দুটি সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তৈমূর আলোচিত হন। দলের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে তৈমূরকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। দলের নেতৃত্বের পদ হারানোর পাশাপাশি সদস্যপদও হারান।

গত শুক্রবার (১ নভেম্বর) তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এবার সুষ্ঠু নির্বাচন হবে। অস্ত্রসহ মিছিল করার দায়ে সরকারি দলের প্রার্থী ও মন্ত্রীকে নির্বাচন কমিশন শোকজ করায় সুষ্ঠু নির্বাচনের সেই নমুনা দেখতে পাচ্ছি। সরকারি দলের প্রার্থী ও মন্ত্রী হওয়ার পরেও নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ গ্রহণ করায় তৈমুর আলম মনে করেন এই শোকজের কারণে অস্ত্রবাজি কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে। তৈমুর আশা করছেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রশাসনও সে অনুযায়ী কাজ করবে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭