কালার ইনসাইড

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে যা বলছেন তারকারা


প্রকাশ: 02/12/2023


Thumbnail

আজ শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। চলতি বছর দেশের ভেতর উৎপত্তি হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে আজকের ভূমিকম্পটিই সর্বোচ্চ মাত্রার ছিল। এতে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া না গেলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারদিকে। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিকভাবে নেটিজেনদের পাশাপাশি নিজেদের অনুভূতি শেয়ার করেছেন শোবিজ তারকারাও। রীতিমতো আতঙ্কে রয়েছেন শোবিজের তারকারা।

জনপ্রিয় অভিনেত্রী অপি করিম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, এত বড় ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি!

জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি লেখেন, প্রচণ্ড ভূমিকম্প! আল্লাহ্ আমাদের রক্ষা করুণ। আমিন....

কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লেখেন, যা জানলাম আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ। ব্যাপারটা কিন্তু আর ফান করার মতো থাকল না, তাই না?

চিত্রনায়ক জায়েদ খান লেখেন, কী ভয়ংকর ভূমিকম্প। আল্লাহ সবাইতে হেফাজত করুন।

কণ্ঠশিল্পী রন্টি দাস লেখেন, হে প্রভু সবই তোমার ইচ্ছা, সবাইকে নিরাপদে রেখ।

সঙ্গীত শিল্পী লুৎফর হাসান লিখেছেন, ‘ভূমিকম্পটা সহজ ছিল না। কেউ তামাশা কইরেন না। ভূমিকম্প তামাশার বিষয় না।’

জানা যায়, গত ২০ বছরের মধ্যেই এটি সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। এ বিষয়ে আবহাওয়া অধিদফতর অফিস জানায়, রিখটার স্কেলে আজকের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।

দেশের ভূমিকম্প গবেষকরা বলছেন, এর আগে সর্বশেষ ২০০৩ সালের ২৭ জুলাই রাঙ্গামাটির বরকোলে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া ভূমিকম্পের প্রবল দুলুনিতে আতঙ্কগ্রস্ত হয়ে অনেক মানুষ ঘর ছেড়ে সড়কে নেমে আসেন। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭