ইনসাইড গ্রাউন্ড

প্যাট কামিন্স-রাচিন-হেডরা যে দামে বিক্রি হবেন আইপিএলে


প্রকাশ: 02/12/2023


Thumbnail

বিশ্বকাপে ভারতের মাটিতে দশ দলের আয়োজনে বেশ কয়েকজন ক্রিকেটার নজর কেড়েছেন তাদের পারফর্মেন্স দিয়ে। ব্যাটে-বলে এক দারুণ লড়াই হয়েছে। ভারতের কন্ডিশনে দারুণ খেলে আইপিএলের দলগুলোরও নজরে এসেছেন তারা।

তাইতো আইপিএলের নিলামে ফ্র্যাঞ্চাইজ়িগুলোর নজর থাকবে বিশ্বকাপে সফল একাধিক ক্রিকেটারের দিকে। বিশেষ করে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, ফাইনালের নায়ক ট্র্যাভিস হেডেরা ভালো দাম পেতে পারেন বলে মনে করা হচ্ছে। আলাদা নজর থাকবে বিশ্বকাপের আবিষ্কার নিউজ়িল্যান্ডের রাচিন রবীন্দ্রের দিকেও।

কামিন্স, রাচিনদের দলে নিতে হলে আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িগুলোকে অন্তত কত টাকা খরচ করতে হবে, তা জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে। কামিন্স, হেড ছাড়াও মিচেল স্টার্ককে কিনতে গেলে খরচ করতে হবে অন্তত ২ কোটি টাকা। ১৯ ডিসেম্বরের নিলামে এটাই তাদের ন্যূনতম দাম। বিশ্বকাপজয়ী দলের স্টিভ স্মিথ, জস ইংলিস, জস হ্যাজ়লউডও রয়েছেন এই তালিকায়।

কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া উমেশ যাদবও নিজের ন্যূনতম দাম রেখেছেন ২ কোটি টাকা। এই বিভাগে অন্যতম চমক ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার কেদার যাদব। তিনিও নিজের ন্যূনতম দাম রেখেছেন ২ কোটি টাকা।

 

তবে কিছুটা কম টাকায় পাওয়া যেতে পারে ভারতীয় বংশোদ্ভূত নিউজ়িল্যান্ডের অলরাউন্ডার রাচিনকে। নিলামে তার ন্যূনতম দাম থাকছে ৫০ লাখ টাকা। যদিও মনে করা হচ্ছে, তার দাম উঠতে পারে ১০ কোটি টাকার কাছাকাছি। ভাল দাম পেতে পারেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার জেরাল্ড কোয়েৎজ়ে এবং রাসি ভ্যান ডার ডুসেন। শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা নিজের ন্যূনতম দাম রেখেছেন ১ কোটি ৫০ লাখ টাকা।

১৯ ডিসেম্বরের নিলামে ৩০ জন বিদেশি-সহ মোট ৭৭জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি ফ্র্যাঞ্চাইজ়ি। দুবাইয়ের নিলামে ফ্র্যাঞ্চাইজ়িগুলো খরচ করতে পারবে মোট ২৬২ কোটি ৯৫ লাখ টাকা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭