ইনসাইড গ্রাউন্ড

জয়ের লক্ষ্যেই মাঠে নামছে আর্সেনাল


প্রকাশ: 02/12/2023


Thumbnail

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্সেনাল। অবস্থান মজবুত করার লক্ষ্য নিয়ে ২ ডিসেম্বর উলভসের মুখোমুখি হচ্ছে তারা। ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। আরেক ম্যাচে রাত ২টায় মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইডেট।

নতুন উদ্যমে লড়াইয়ে নেমেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে বেশিরভাগ সময় এগিয়ে থেকেও শেষদিকে গিয়ে ছন্দ হারায় গানাররা। সে সুযোগে শিরোপা জেতে ম্যানচেস্টার সিটি। ভেঙে না পড়ে এ মৌসুমে রেইসে সবার সামনে মিকেল আর্টেটার দল। ১৩ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট তাদের।

এক পয়েন্ট কম নিয়ে এবারও নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানসিটি। তিন ও চারে থাকা লিভারপুল ও অ্যাস্টন ভিলাও পিছিয়ে নেই। দুদলের পয়েন্টই ২৮ করে। পাঁচে থাকা টটেনহ্যামের সংগ্রহ ২৬ পয়েন্ট। তাই প্রতিটি ম্যাচ নিয়েই খুব সিরিয়াস গানাররা।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪ জয়ে আত্মবিশ্বাসী কোচ আর্টেটা। সবশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে লঁসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তার শিষ্যরা। যদিও প্রতিপক্ষ উলভসও জায়ান্ট কিলার। এ মৌসুমে ম্যানসিটি ও টটেনহ্যামকে হারিয়েছে তারা। মুখোমুখি দেখায় আর্সেনালের ৬৮ জয়ের বিপরীতে উলভসের জয় ৩২ ম্যাচে।

এদিকে, ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড ২৩ পয়েন্ট নিয়ে আছে সাতে। সবশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে বিতর্কিত এক পেনাল্টিতে জয়বঞ্চিত হয় ম্যাগপাইরা। ঘরের মাঠে তারা যে ক্ষোভ ঝারতে চাইবে, সেটা জানা আছে ম্যান ইউনাইটেডের।

বাজে সময় কাটিয়ে ধারাবাহিকভাবে ভালো করছে এরিক টেন হ্যাগের দল। ইপিএলে সবশেষ ৬ ম্যাচে ৫ জয় তাদের। যদিও বেশ কিছু তারকা ফুটবলার রয়েছেন ইনজুরিতে। ক্যাসেমিরো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্টিয়ান এরিকসেন, মেসন মাউন্টরা থাকছেন মাঠের বাইরেই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭