ওয়ার্ল্ড ইনসাইড

প্যারাগুয়েতে উড়োজাহাজ বিধ্বস্ত, সংসদ সদস্যসহ নিহত ৪


প্রকাশ: 03/12/2023


Thumbnail

বিমান বিধ্বস্ত হয়ে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওয়াল্টার হার্মস নামেন একজন আইনপ্রণেতা রয়েছেন। যিনি প্যারাগুয়ের ক্ষমতাসীন দল কলোরাডো পার্টির সদস্য।

পুলিশ রিপোর্ট অনুযায়ী, শনিবার এ দুর্ঘটনা ঘটেছে।  রাজধানী আসুনসিওনের ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দূরে এক এলাকা থেকে আকাশে ওড়ার পরপরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।  উড়োজাহাজটি উড্ডয়নের সময় একটি গাছে ধাক্কা দেয় এবং মাটিতে পড়ার পর আগুন ধরে যায়। এতে ক্ষমতাসীন কলোরাডো দলের আইনপ্রণেতা ওয়াল্টার হার্মস ও তার দলের ৩ জন সদস্য নিহত হন।

রয়টার্স বলছে, দুর্ঘটনার পর বিধ্বস্ত বিমানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবিতে একটি মাঠে ওই বিমানটির জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা লিখেছেন, ‘আমাদের সহকর্মী, বন্ধু ও স্বপ্নদ্রষ্টা ভাই ওয়াল্টার হার্মসের মৃত্যুর খবর পেয়ে গভীর বেদনা বোধ করছি ও মৃত্যুর দুঃখজনক সংবাদটি গভীর বেদনার সাথে জানাচ্ছি।’




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭