ইনসাইড পলিটিক্স

মাস পেরিয়ে তালা ঝুলছে বিএনপি কার্যালয়ে


প্রকাশ: 03/12/2023


Thumbnail

২৮ অক্টোবর মহাসমাবেশের সংঘর্ষের পর এক মাসের বেশি সময় পার হয়েছে। অথচ এখনো তালাবদ্ধ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। লাগাতার কর্মসূচি পালন করলেও বিএনপি অফিসে নেই নেতা-কর্মীদের উপস্থিতি। অফিস ফাঁকার প্রধান কারণ গ্রেপ্তার আতঙ্ক।

রোববার (৩ ডিসেম্বর) সরেজমিন নয়াপল্টনে গিয়ে দেখা যায়, দলটির সদর দরজায় তালা ঝুলছে। বন্ধ কলাপসিবল গেটের ওপারে রিসিপশন টেবিলে ধুলা আর ময়লা। আশপাশে পড়ে আছে ময়লা-আবর্জনা। একই চিত্র পাশের নিচতলার সেমিনার হলের। অফিস ভবনের সামনের ফুটপাতে সতর্ক প্রহরায় পুলিশ সদস্যরা। পাশের গলিতেও পুলিশের অবস্থান। এক মাস ধরে বন্ধ অফিসের সামনে অবস্থান করছে পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ অবস্থার সূত্রপাত ২৮ অক্টোবর মহাসমাবেশে সহিংসতাকে ঘিরে। কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। এর কয়েক ঘণ্টার মধ্যে মহাসমাবেশ পন্ড হয়ে যায়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে দফায় দফায় সংঘর্ষ। এ অবস্থায় হরতাল ঘোষণা দিয়ে দ্রুত মঞ্চ ত্যাগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকেই বিএনপি অফিসের সামনের সড়ক নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৮ অক্টোবর বিএনপি কার্যালয়ে একাধিক নেতাকর্মী ও নিরাপত্তাকর্মী ছিলেন।

তবে ২ নভেম্বর ভোরেও বিএনপি কার্যালয়ের ফটকে তালা ঝুলতে দেখা যায়। মহাসচিবসহ শীর্ষ নেতারা বর্তমানে কারাগারে। এদিকে বিএনপির কার্যালয় থেকে ফকিরাপুলের দিকে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের কার্যালয়ের নিচে পুলিশের অন্তত ১০ সদস্যকে দেখা যায়। আবার কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড়ের দিকে হোটেল ভিক্টরির সামনের সড়কে ছিলেন পুলিশের আরও প্রায় ২০ জন সদস্য। তাদের কেউ রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন, কেউবা আবার বসে বিশ্রাম নিচ্ছেন।

সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) পর্যায়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সকাল থেকে বিএনপির কোনো নেতা-কর্মীকে কার্যালয়ে আসতে দেখেননি তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭