ইনসাইড পলিটিক্স

বিভ্রান্তির অবসান: ঢাকা-৪ আসনে ড. আওলাদ হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা


প্রকাশ: 04/12/2023


Thumbnail

প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ড. আওলাদ হোসেনের মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে। তিনি ঢাকা-৪ আসনের একজন মনোনয়ন প্রার্থী।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে মনোনয়ন প্রার্থী ছিলেন ১৪ জন। এরমধ্যে ৪ জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীদের মধ্যে একজন হলেন মোঃ আওলাদ হোসেন। যিনি প্রকৃতপক্ষে একজন ব্যবসায়ী। মূলত, বিভিন্ন গণমাধ্যমে তার নামের সাথেই কৃষিবিদ ড. আওলাদ হোসেনের নাম গুলিয়ে ফেলা হচ্ছিল। এ নিয়ে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়। যার জেরে রিটার্নিং অফিসার অফিস সূত্রে, ড. আওলাদ হোসেনের মনোনয়ন বৈধতার এই ঘোষণা এল।

এ বিষয়ে ড. আওলাদ হোসেন বলেন, ‘আমার মনোনয়ন বিষয়ে বিভিন্ন টিভি চ্যানেলে ভুল তথ্য প্রচার করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমার মনোনয়ন পত্র বৈধ হয়েছে, এ বিষয়ে গণমাধ্যমকে আর কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করছি।‘



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭