ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত


প্রকাশ: 04/12/2023


Thumbnail

ভারতের তেলেঙ্গানায় দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ গেছে দুই পাইলটের। তাঁদের একজন বিমানবাহিনীর প্রশিক্ষক, অন্যজন প্রশিক্ষণার্থী। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের বিমান বাহিনী একটি এক্স পোষ্টে জানায়, আজ সোমবার সকালে তেলেঙ্গানা রাজ্যের মেদাক জেলায় উড়োজাহাজ  দুর্ঘটনা ঘটেছে। পিলাটাস পিসি-৭ এমকে-২ মডেলের প্রশিক্ষণ উড়োজাহাজটি হায়দরাবাদের ভারতীয় বিমানবাহিনী একাডেমি (এএফএ) থেকে উড্ডয়ন করেছিল। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে দুজন আরোহী নিয়ে সেটি আকাশে উড়েছিল। আইএএফ পাইলটদের এই বিমানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। 

বিমান বাহিনী জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট বিমানটির ভিতরে ছিলেন। তারা দুজনেই মারা গেছেন। তবে দুর্ঘটনায় বেসামরিক কেউ হতাহত হননি।

ঘটনা তদন্ত করে দেখছে ভারতীয় বিমানবাহিনী। দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭