ওয়ার্ল্ড ইনসাইড

ফের ভূমিকম্পে কাঁপল তুরস্ক


প্রকাশ: 04/12/2023


Thumbnail

ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৪২ মিনিটে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মারমারা সাগরের জেমলিক উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এটির উৎপত্তিস্থল বুরসার মুদানিয়ার উপকূল থেকে ৪ দশমিক ৭৩ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৯৮ কিলোমিটার গভীরে।

তুরস্কের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আফাদ জানিয়েছে, উত্তপশ্চিমাঞ্চলে মর্মর সাগর এবং তার তীরবর্তী শহর গেমলিকের মধ্যবর্তী ভূপৃষ্ঠের ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

দেশটির টেলিভিশন চ্যানেল হাবেরতুর্ক জানিয়েছে, ভূমিকম্পের বাড়িঘর, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লোকজন ছুটে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন। এখনো ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি। 

চলতি বছর দ্বিতীয় বারের মতো ভূমিকম্প আঘাত হানলো তুরস্কে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭