ইনসাইড বাংলাদেশ

জয়পুরহাটে দলিত জনগোষ্ঠীর ৮দফা দাবিতে মানববন্ধন


প্রকাশ: 05/12/2023


Thumbnail

বিশ্ব মানবিক মার্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলীত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ ৮দফার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন।

মঙ্গলবার সকাল ১০টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এই মানববন্ধন করা হয়।

জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি মনো হরিজনের সভাপতি বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এ্যাড. বাবুল বরিদাস, সাধারণ সম্পাদক দুলদুল হরিজন, সদস্য দিপু হরিজন, জয় হরিজন, সাজু হরিজন প্রমুখ।

এসময় বক্তরা বলেন, সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন, জাতপাত ও পেশাত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্ত কর্মসূচির বরাদ্দ বৃদ্ধিসহ ৮ দফা দাবি জানান। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭