ইনসাইড গ্রাউন্ড

রোহিতকে অধিনায়ক বানাতে কার ভূমিকা ছিল?


প্রকাশ: 05/12/2023


Thumbnail

অনেকেই মনে করেন প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভের কারণেই ভিরাটকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু সৌরভ নিজেই জানালেন যে, এমন কোনও ভাবনা তার মাথায় ছিল না।

ভারতীয় দলের নেতৃত্ব থেকে ভিরাট কোহলিকে সরিয়ে দেওয়ার কোনও ভাবনা তার ছিল না বলেই জানালেন সৌরভ গাঙ্গুলী।

ভিরাট টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়েছিলেন ২০২১ সালে। সেই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। পরে এক দিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজ় হারের পর লাল বলের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে গিয়েছিলেন কোহলি।

এ বিষয়ে সৌরভ বলেন, ‘বহু বার বলেছি যে, আমি ভিরাটকে নেতৃত্ব থেকে সরাইনি। ভিরাট টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে চাইছিল না। তাই ও টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর, আমি বলেছিলাম এক দিনের ক্রিকেটের নেতৃত্ব থেকেও সরে যেতে। সেক্ষেত্রে সাদা বলে একজন নতুন অধিনায়ক হবে।’

রোহিতকে অধিনায়ক করার পেছনে সৌরভের ভূমিকা রয়েছে বলে জানা যায়। রোহিতকে অধিনায়ক করার ব্যাপারে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘রোহিতকে আমিই জোর করেছিলাম অধিনায়ক হওয়ার জন্য। ও ভারতকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। সেটার ক্ষেত্রে আমার সামান্য ভূমিকা থাকতে পারে। তবে দিনের শেষে ক্রিকেটারদের মাঠে নেমে সফল হতে হয়। আমাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট করা হয়েছিল দেশের ক্রিকেটের উন্নতি করার জন্য। আমি সেই চেষ্টা করেছি।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭