ইনসাইড বাংলাদেশ

জামিনে মুক্ত হলেন বিএনপি নেতা দুলু


প্রকাশ: 06/12/2023


Thumbnail

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছেন।

গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে মুক্তি পান। এর আগে তিনি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি ছিলেন।

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানার নাশকতা মামলায় দুলুকে জামিন দেন হাই কোর্ট। এর আগে ১৭ অক্টোবর বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বাড্ডা থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ১৮ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতকে রুহুল কুদ্দুস বলেছিলেন, তিনি ক্যানসারে আক্রান্ত। কারাগারে অসুস্থ হওয়ার পর আদালতের আদেশে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭