ইনসাইড গ্রাউন্ড

প্রথম বাংলাদেশি হিসেবে বিচিত্র যে আউট হলেন মুশফিক


প্রকাশ: 06/12/2023


Thumbnail

ক্রিকেটে অনেক ধরনের আউট আছে। সচরাচর যে আউটগুলো হয় সেই আউটগুলো সম্পর্কেই সবাই জানে। কিন্তু, কিছু আউট খুবই বিরল। এগুলো মাঠে সচরাচর দেখা যায় না। যেমন বিশ্বকাপে সাকিব ম্যাথুউজকে টাইম আউট করেছিলেন। এবার মিরপুরের মাঠে মুশফিক হলেন হ্যান্ডলড দ্যা বল আউট।

মুশি নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হলেন হাত দিয়ে বল আটকে। কাইল জেমিসনের বল সলিড ডিফেন্স করেছিলেন মুশফিক। এরপর অহেতুক বলটি ডান হাত দিয়ে ধরে ফেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এতে ‘হ্যান্ডলড দ্য বল’ আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন।

এর ফলে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘হ্যান্ডলড দ্যা বল’ আউট হলেন মুশফিক। যদিও তার আগে এমন বিচিত্র আউট হয়েছিলেন আরও অনেকেই। সেখানে মুশফিক আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্যা বল আউট হলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭