ইনসাইড পলিটিক্স

আওয়ামী লীগ নেতা বললেন, ‘নৌকার লোকেরা পালানোর জায়গা পাবে না’


প্রকাশ: 07/12/2023


Thumbnail

নরসিংদী জেলার মাধাবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেছেন, ‘নৌকার লোকেরা পালানোর জায়গা পাবে না। বর্তমান এমপি হিরুর লোকেরা পালানোর জায়গা পাবে না।’

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে নরসিংদী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলকে বিজয়ী করার লক্ষ্যে মধাবদী পৌর হল রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি

ইতোমধ্যে সিরাজুল ইসলামের বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আওয়ামী লীগের লোক হয়ে আওয়ামী লীগের প্রতীকের বিরুদ্ধে কথা বলায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা- সমালোচনার ঝড় বইছে। জেলা জুড়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এ বিষয়ে মধাবদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশারফ হোসেন মানিক বলেন, আমরা আওয়ামী লীগ করি। তাই নৌকার বিরুদ্ধে কথা বলার সুযোগ নেই। নৌকার লোকেরা পালানোর জায়গা পাবে না বক্তবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কখন এই কথা বলেছে, তা আমি শুনিনি। তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলেও নৌকার বিরুদ্ধে আমাদের কোন বক্তব্য নেই।

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় সাবেক ছাত্র নেতা ও নৌকা প্রতীকের সমর্থক এসএম কাইয়ুম তার ফেসবুক পেজের টাইম লাইনে লিখেছেন, নৌকার লোকেরা পালানোর জায়গা না পেলে আপনাদের খুব সুবিধা হবে বলে মনে হয়? দলের দায়ীত্বশীল পদে থেকে এমন ভয়ঙ্কর কথা বলার সুযোগ আছে? এই কথাটা তো মির্জা ফখরুল সাহেবদের কথা।

বক্তব্য প্রসঙ্গে জানতে মধাবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলামের মোবাইলে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি

উল্লেখ্য, নরসিংদী-১ সদর আসনে স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বর্তমানে কারাগারে আছেন। এরই মধ্যে আওয়ামী লীগের আরেক নেতার বেফাঁস মন্তব্যের পর দলের ভেতরে অস্থিরতা সৃষ্টি হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭