ওয়ার্ল্ড ইনসাইড

মানবিক দিক বিবেচনায় গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন জি-৭ নেতারা


প্রকাশ: 07/12/2023


Thumbnail

এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ পুনরায় মানবিক বিবেচনায় বন্ধের আহ্বান জানিয়েছেন জি-সেভেনের নেতারা। বুধবার এক যৌথ বিবৃতিতে জি-৭ বলেছে, গাজায় ফিলিস্তিনি বেসামরিক জনগণের ওপর বিধ্বংসী প্রভাব নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

এ যুদ্ধ বন্ধের ক্ষেত্রে নেতৃবৃন্দ ‘আরও কার্যকর’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই অঞ্চলে অতিরিক্ত লোকের বাস্তুচ্যুতি রোধ এবং বেসামরিক অবকাঠামো রক্ষার পাশাপাশি গাজার বেসামরিক নাগরিকদের জন্য নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭