ওয়ার্ল্ড ইনসাইড

আমিরাত-সৌদি সফর শেষে ইরানের প্রেসিডেন্ট রাইসির সঙ্গে বৈঠক করবেন পুতিন


প্রকাশ: 07/12/2023


Thumbnail

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে বুধবার সংযুক্ত আরব আমিরাত সফরে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখান থেকে তিনি সৌদি আরব যান। পুতিনের এ সফরে অন্যান্য বিষয়ের সাথে সাথে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়টিও থাকবে বলে ধারণা করা হচ্ছে।

খবরে অনুসারে, আগামীকাল মস্কোতে রাইসির সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট পুতিন। এই বৈঠকে আমিরাত ও সৌদি আরবের সঙ্গে পুতিন কী আলোচনা করেছেন এবং গাজা নিয়ে আলোচনা হবে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ নথি রয়েছে যা আগামীকাল উভয় প্রেসিডেন্ট স্বাক্ষর করতে পারেন। তা হলো- বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বচুক্তি। এটি ইরানকে রাশিয়ার কৌশলগত অংশীদার করে তুলবে এবং দুটি দেশের মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে আরও বৃদ্ধি করবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭