ওয়ার্ল্ড ইনসাইড

হামাস প্রধানের বাড়ি ঘিরে রাখা 'প্রতীকী বিজয়': নেতানিয়াহুর উপদেষ্টা


প্রকাশ: 07/12/2023


Thumbnail

হামাস প্রধান সিনওয়ার বাড়ি ঘিরে অভিযান চালানো ইসরায়েলের জন্য ‘প্রতীকী বিজয়’ বলেই মনে করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক রেগেভ। তিনি বলেন, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের গাজার বাড়ি ঘিরে রেখেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এটা সেনাদের ‘প্রতীকী বিজয়’।

নেতানিয়াহুর ঐ উপদেষ্টা তেল আবিব থেকে মার্কিন নেটওয়ার্ক সিএনএন-এর সাথে কথা বলেন। তিনি বলেন, এটি ইসরায়েলের প্রতীকী বিজয়। তবে খুব শিগগিরই এটি হবে সত্যিকারের বিজয়।

তিনি বলেন, ৭ অক্টোবরের ঘটনার জন্য সরাসরি দায়ী ব্যক্তিকে খুঁজে বের করা কেবল সময়ের ব্যাপার। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, মঙ্গলবার থেকে সিনওয়ারের বাড়ি ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। তবে তিনি বাড়িতে আছেন এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭