ইনসাইড গ্রাউন্ড

বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা এখনো মাঠে গড়ায়নি


প্রকাশ: 07/12/2023


Thumbnail

টেস্টের নিয়ম হলো সারা দিনে ৯০ ওভারের খেলা সম্পন্ন করতে হবে। কিন্তু, বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আলোক স্বল্পতার কারণে ৮ ওভার ২ বল বাকি থাকতে শেষ হয়েছিল দিনের খেলা। আজ তাই খেলা শুরু হওয়ার কথা ছিল নির্ধারিত সময় থেকে ১৫ মিনিট আগেই। তবে বাঁধ সাধলো বৃষ্টি। গতকাল রাত থেকেই গুড়ি বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা শুরু করা সম্ভব হয়নি এখনো।

পিচ ও মাঠ কাভার দিয়ে ঢাকা। প্রতিকূল আবহাওয়ায় দিনের খেলা হওয়া নিয়ে তাই শঙ্কা বাড়ছে।

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভোর রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিই গুড়ি গুড়ি বৃষ্টিই বাগড়া দিচ্ছে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে।

খেলোয়াড়রা মাঠে এলেও ড্রেসিংরুমে সময় পার করছেন। মুশফিকুর রহিমকে দেখা গেছে ইনডোরে ব্যাটিং অনুশীলনে।

প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ এই টেস্টেও ভালো অবস্থায় আছে, বলা যায়। বিশেষ করে কাল শেষ বিকেলে নিউজিল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১২.৪ ওভারে ৫৫ রান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭