কালার ইনসাইড

বাসার দেওয়ালে বাংলা বর্ণমালা, শাকিব খানের নায়িকা বললেন ‘আমি শিখছি’


প্রকাশ: 07/12/2023


Thumbnail

‘প্রিয়তমা’ সিনেমার ব্যবসায়িক সফলতা ও সমালোচকদের প্রশংসা পাওয়ার পরেই শাকিব খানকে নিয়ে ‘রাজকুমার’ নামে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন পরিচালক হিমেল আশরাফ। নায়িকা হিসেবে বাছাই করা হয় সুদূর আমেরিকার মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি কে। তবে সিনেমা নির্মাণের ঘোষণা দেয়া হলেও এখনও পর্যন্ত শুটিং শুরু না হওয়ায় সিনেমাটি নিয়ে দেখা দেয় শঙ্কা। সেই শঙ্কাকে পাশ কাটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। ৫ দিন পর  আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং।

শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। পরিচালক হিমেল আশরাফ জানান, ৭ ডিসেম্বর তার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা দুই দিন পিছিয়ে ৯ ডিসেম্বর সকালে ঢাকায় পৌঁছাবেন  তিনি। বাংলা ভাষার কোন সিনেমায় কোর্টনি কফির এটি প্রথম কাজ। আর তাই বাংলা ভাষায় দক্ষতা অর্জনে বিভিন্ন পদ্ধতির অবলম্বন করছেন তিনি।

বেশ কয়েক মাস ধরে নিজের বাড়িতে বাংলা ভাষা শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোর্টনি। এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন ফেসবুকে। বাসার দেওয়ালে বাংলা বর্ণমালা–সংবলিত সাদা বোর্ড টাঙিয়ে তা নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, ‘আমি শিখছি।’

কোর্টনি কফির বাংলা শেখার বিষয়টি নিশ্চিত করে পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘কোর্টনি তো আর অনর্গল বাংলা ভাষায় কথা বলতে পারবেন না। তবে স্ক্রিপ্টে যা আছে, তা ভালোভাবে আয়ত্ত করেছেন। কয়েক মাস আগে থেকে বাংলা ভাষা আয়ত্তের চেষ্টা শুরু করেছিলেন তিনি। তার সিরিয়াসনেস মুগ্ধ করার মতো।’ এছাড়াও একজন সহকারীর সহযোগিতায় নিয়মিত বাংলা শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি  অনলাইন টিউটোরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সাহায্যও নিচ্ছেন। নিয়মিত বাংলা সিনেমাও দেখছেন।’

জানা যায়, কোর্টনি কফি যুক্তরাষ্ট্রে অভিনয়ের সঙ্গে যুক্ত। সেখানে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার ফিল্মে অভিনয় করেছেন। তার অভিনীত ‘ডমিনোস’ এবং ‘প্লিজেন্ট গ্রোভ’ নামের দুটি ফিচার ফিল্ম মুক্তির অপেক্ষায় রয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের ফ্ল্যাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনা কনভেনশন হলে ‘রাজকুমার’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোর্টনি কফি বলেন, ‘এ কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ। খুব সুন্দর একটি গল্পে সিনেমাটি হতে যাচ্ছে। শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভাগ্যবতী।’ আধো বাংলায় তিনি আরও বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো করতে পারি। ধন্যবাদ।’

উল্লেখ্য, মহরতের কয়েক মাসের মধ্যেই ‘রাজকুমার’ সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও শাকিব অন্য সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ায় এর শুটিং করতে পারেননি। সিনেমাটি ভার্সেটাইল মিডিয়া থেকে বর্তমানে প্রযোজনা করছেন আরশাদ আদনান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭