ইনসাইড গ্রাউন্ড

ওয়ানডের ১৮ দিন পরই এলো টি-টোয়েন্টির লোগো


প্রকাশ: 08/12/2023


Thumbnail

১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হয়ে গেছে। বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক ১৮ দিন পরই টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন করলো আইসিসি। লোগোর নকশায় দুই আয়োজক ওয়েস্ট ইন্ডিজের পামগাছ ও যুক্তরাষ্ট্রের ডোরা কাটা রঙিন ফিতা রাখা হয়েছে।

আইসিসি বৃহস্পতিবার একটি ভিডিও পোস্ট করে। সেখানেই টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো প্রকাশ করা হয়েছে। ব্যাট এবং বলের সঙ্গে হৃদয়ের যোগ বোঝানো হয়েছে লোগোটিতে। সাদার উপর নীল লোগোটিতে টি২০ কথাটি এমন ভাবেই লেখা হয়েছে যে, সেটিকে ব্যাট মনে হচ্ছে। তার দুপাশে রয়েছে হৃদয়ের স্পন্দন। যা আসলে বলের মতো গোলাকার। এই লোগো শুধু ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নয়, মেয়েদের বিশ্বকাপেও এই লোগো ব্যবহার করা হবে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে। সেটিও ২০২৪ সালেই হবে।

ইংরেজিতে টি-২০ লেখাটি একটি ব্যাটের সুইংয়ের রূপান্তরিত করা হয়েছে, যা একটি গতিশীল বলের মধ্যে আবদ্ধ। বলের মধ্যে অন্তর্নিহিত নাটকীয়তা ও ব্যাটের একটি সুইং কীভাবে খেলার গতিপথ পরিবর্তন করে দেয় তা বোঝানো হয়েছে লোগোটির মাধ্যমে।

লোগোটি টি–টোয়েন্টি বিশ্বকাপ নতুন ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে বলে বিশ্বাস করেন সংস্থাটির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং।

ফারলং বলেছেন, ‘আইসিসি ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অনুরাগীদের রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকে। আমরা আশা করছি নতুন লোগো সেই দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করবে।’

 টি-টোয়েন্টি বিশ্বকাপের দলগুলোঃ

ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি, কানাডা, নেপাল, ওমান, নামিবিয়া, উগান্ডা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭