ইনসাইড গ্রাউন্ড

বৃষ্টি বাঁধা শেষে শুরু হলো খেলা


প্রকাশ: 08/12/2023


Thumbnail

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিন টানা বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি। তৃতীয় দিনও খেলা হবে কি না এই নিয়ে ছিল দারুণ শঙ্কা। কারণ শুক্রবারও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। অবশেষে তৃতীয় দিনে (শুক্রবার) এসে ঠিক বেলা ১২টায় শুরু হলো খেলা।

এর আগে দুই আম্পায়ার পল রাইফেল ও রড টাকার সকাল ১১টায় সার্বিক পরিস্থিতি পরিদর্শনের জন্য মাঠে প্রবেশ করেছেন। অন্তত ১০-১২ মিনিট ধরে পুরো মাঠ ঘুরে দেখেন তারা।

কোথাও পানি জমে থেকে মাঠ নরম কিনা? পিচ্ছিল জায়গা আছে কিনা? সব খুটিয়ে দেখলেন। তারপর জানিয়ে দিলেন খেলা শুরু হবে বেলা ১২ টায়।

এদিকে সকাল ৯টার আগেই ধীরে ধীরে কভার সরিয়ে মাঠ তৈরির কাজ শুরু করেছিলেন প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার মাঠ কর্মীরা।

পর্যায়ক্রমে প্রথমে প্লাষ্টিকের মোটা কভার সরিয়ে চট বিছিয়ে রাখা হয়েছিল প্রায় ঘন্টা খানেক। এরপর সকাল ১১ টায় আম্পায়াররা পিচ ও মাঠ পরিদর্শনের আগেই সেই চট সরিয়ে উইকেট উন্মুক্ত করা হয়।  

বাংলাদেশ আর নিউজিল্যান্ডের ক্রিকেটাররা অনুশীলনে নেমেছেন সকাল ১১ টার আগেই। এ রিপোর্ট লেখা পর্যন্ত কিউইরা ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৭৪ রান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭