ইনসাইড গ্রাউন্ড

আলোক স্বল্পতায় বন্ধ খেলা, চাপে বাংলাদেশ


প্রকাশ: 08/12/2023


Thumbnail

দেড় দিন পর খেলা শুরু হলে নিউজিল্যান্ডকে ২ ঘণ্টারও কম সময়ে অল আউট করে দেয় বাংলাদেশ। এরপর ব্ল্যাক ক্যাপাররা টাইগারদের লিড দেয় ৮ রানের। কিন্তু, শান্ত-জাকিররা ব্যাট করতে নেমে চাপে পড়ে যায়। এরমধ্যে আলোক স্বল্পতায় বন্ধ গেল তৃতীয় দিনের ও শেষ সেশনের খেলা।

আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৮ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৩৮ রান করে চাপে বাংলাদেশ। এর মধ্যে দিয়ে ৩০ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।

প্রথম ওভারেই মাহমুদুল হাসান জয়ের উইকেট তুলে নেন এজাজ প্যাটেল। স্লিপে ড্যারেল মিচেলের হাতে ক্যাচ দিয়ে মাহমুদুল ফেরেন ২ রানে।

এরপর নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের ৩৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের, তবে এই জুটি ভাঙে নাজমুলের বিদায়ে। টিম সাউদির বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে বাংলাদেশ অধিনায়ক আউট হন ১৫ রানে।

জাকির ১৫ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী মমিনুল হক এক বলে শূন্য রানে ক্রিজে আছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭