ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের পিচ পেল 'গড়পড়তা' রেটিং, প্রশ্ন অনেক


প্রকাশ: 09/12/2023


Thumbnail

বিশ্বকাপে নতুনের বদলে ইচ্ছেকৃতভাবে ব্যবহৃত পিচ বেছে নেওয়ার অভিযোগ উঠেছিল ভারতের বিরুদ্ধে। যদিও প্লেয়িং কন্ডিশন অনুসারে আইসিসির নিয়ম বিরুদ্ধ কিছু নয় এটি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যবহৃত পিচে খেলা হওয়ায় স্বাগতিকদের নিয়ে অনেকে নানা ধরনের কথা বলেছেন। ফাইনালেও আলোচনায় ছিল এই পিচ প্রসঙ্গ।  

পুরো টুর্নামেন্ট জুড়েই ভারতের পিচ নিয়ে প্রকাশ্যে না হলেও আড়ালে বড় সমালোচনা ছিল। ভারত তাদের সুবিধামতো পিচ বেছে নিয়ে ম্যাচ জিতেছে এমন অভিযোগও অনেকে করতে ছাড়েননি।

পুরো বিশ্বকাপে পিচ নিয়ে ভারতের কৌশলকে অনেকে সমালোনা করেছেন। ভারতের দলীয় রানগুলোতে চোখ বুলিয়ে দেখলেই বোঝা যাবে তারা টস জিতে কতটা বিধ্বংসী ব্যাটিং করেছে। ৪ উইকেটে ৪১০, ৪ উইকেটে ৩৯৭, ৮ উইকেটে ৩৫৭, ৫ উইকেটে ৩২৬ স্কোরগুলো ছিল এরকমই।

ভারতের পিচের কৌশলই যে তাদেরকে ফাইনালে হারিয়েছে এমনটাই মনে করেছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসির হুসাইন ও সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং। আহমদাবাদের নরেন্দ্রমোদী স্টেডিয়ামের অসম বাউন্সের পিচে টস জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালে গুরুত্বপূর্ণ সেই জয়টি পেয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। টস জিতে ফিল্ডিং নেন তিনি। তার পেছনে মূল কারণ ছিল আলোর নিচে এই পিচে ব্যাটিং করাটা তুলনামূলক সহজ হবে।

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে পিচ ও আলাদাভাবে আউটফিল্ডকে ৬টি রেটিং দেওয়া হয়ে থাকে- খুব ভালো, ভালো, গড়পড়তা, গড়পড়তার নিচে, নিম্নমানের, অনুপযুক্ত।

 

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো পিচ ‘গড়পড়তার নিচে রেটিং পেলে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয় ওই স্টেডিয়ামের নামের পাশে। ‘নিম্নমানের উইকেটের জন্য ডিমেরিট পয়েন্ট তিনটি। ‘অনুপযুক্ত হলে ডিমেরিট পয়েন্ট পাঁচটি।

পাঁচ বছর সময়ের মধ্যে কোনো ভেন্যু ৫ ডিমেরিন্ট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়। ১০ পয়েন্ট পেলে নিষেধাজ্ঞা দুই বছরের।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের জন্য ব্যবহৃত আহমেদাবাদের পিচকে ‘গড়পড়তা রেটিং দিয়েছে আইসিসি। সব মিলিয়ে এই আসরে পাঁচ ভেন্যুর আটটি ম্যাচের উইকেট ‘গড়পড়তা রেটিং পেয়েছে। যার মধ্যে আছে স্বাগতিক ভারতের পাঁচটি ম্যাচ।

সে যাত্রায় ভারত ডুবতে ডুবতে বেঁচে গেছে। কিন্তু, বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে কেন হবে গড়পড়তা পিচ? এমন রেটিংয়ে বিশ্বকাপের মান কি ক্ষুন্ন হয় না?

 

যদি ভারত ম্যাচের পিচ নিয়ে এমন গড়পড়তা রেটিং মেলে তবে কি ভারতের পিচ নিয়ে যে কৌশল করার যে অভিযোগগুলো তা কি একেবারেই মিথ্যা? আইসিসির দেওয়া রেটিং কি ইঙ্গিত করে?

 

ছেলে ও মেয়েদের ক্রিকেটের পিচ ও আউটফিল্ড রেটিংয়ের তালিকা এই সপ্তাহে হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত ১৯ নভেম্বর ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের পিচেই হয়েছিল ভারত ও পাকিস্তানের প্রথম পর্বের ম্যাচটি। আইসিসির পিচ উপদেষ্টা অ্যান্ডি অ্যাটকিনসনের সুপারিশ অনুসারে, ওই পিচ ছিল ‘গড়পড়তা মানের।

কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমি-ফাইনালের পিচকেও ‘গড়পড়তা রেটিং দেওয়া হয়েছে। এই মাঠে প্রথম পর্বে বাংলাদেশ ও পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের পিচও একই রেটিং পেয়েছে।

এছাড়া চেন্নাইয়ে প্রথম পর্বে ভারত ও অস্ট্রেলিয়া, লক্ষ্ণৌতে ভারত ও ইংল্যান্ড, পুনেতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ম্যাচের পিচকে ‘গড়পড়তা রেটিং দেওয়া হয়েছে।

ধর্মশালায় বিশ্বকাপের পাঁচ ম্যাচের চারটির আউটফিল্ডকেও গড়পড়তা রেটিং দিয়েছে আইসিসি। টুর্নামেন্টের সময় এই মাঠের বাজে আউটফিল্ড নিয়ে সমালোচনা হয়েছিল ব্যাপক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭