ইনসাইড গ্রাউন্ড

প্রোটিয়াদের সঙ্গে হেরে সিরিজ ড্র করলো টাইগ্রেসরা


প্রকাশ: 09/12/2023


Thumbnail

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১ বছর পর জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। প্রোটিয়াদের মাটিতে প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়ে সিরিজ জয়ের আশায় বুক বেঁধেছিল টাইগ্রেসরা। কিন্তু, দ্বিতীয় ম্যাচ বৃষ্টির বাগড়ায় পণ্ড হয়ে গেলে শেষ ম্যাচে আশা ছিল জয়ের। কিন্তু, ম্যাচ হেরে ১-১ সমতা আসলো সিরিজে।

শেষ ম্যাচে এসে আর পেরে ওঠা গেল না। দক্ষিণ আফ্রিকার নারী দলের কাছে ৮ উইকেটে হেরে ১-১ সমতায় টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশ নারী দল। ম্যাচে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে প্রোটিয়া মেয়েরা। 

কিম্বার্লির ডায়মন্ড ওভালে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা নারী দল। ব্যাটিংয়ে নামা বাংলার মেয়েদের শুরুটা খুব বেশি ভালো হয়নি। দলের ১৭ রানের মধ্যেই আউট হয়ে যান শীর্ষ তিন ব্যাটার। এরপর দলের হাল ধরেন লতা মন্ডল। এক প্রান্তে আগলে রেখে প্রতিরোধ গড়তে থাকেন লতা।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি খেলেন ২০ বলে ১১ রানের ইনিংস। শেষ দিকে লতার সাথে জুটি বাঁধেন স্বর্ণা আক্তার। আগ্রাসী ব্যাটিংয়ে ১৬ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেন স্বর্ণা। অন্যদিকে সাবলীল ব্যাটিংয়ে ৬২ বলে ৪২ রান করে ইনিংসের শেষ বলে আউট হন লতা। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ৯৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

জবাব দিতে নেমে ভালো শুরু পায় দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটি থেকে রান আসে ৩৫। ওপেনার তাজমিন ব্রিটস আউট হন ১৩ বলে ১৭ রান করে। তিনে নামা আনেকে বশক বেশিক্ষণ স্থায়ী হননি উইকেটে। ১০ বলে ৯ রান করে ফিরেছেন সাজঘরে।

এরপর টিকে থাকা ওপেনার অধিনায়ক লাউরা ওলভার্ডট এবং সুন লুস মিলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বিজয়ের দিকে। শেষমেশ এই দুজনের যুগলবন্দীতেই জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪৯ বলে ৪৯ রান করে অপরাজিত ছিলেন ওলভার্ডট। অন্যদিকে লুস খেলেন ২২ বলে ১৫ রানের অপরাজিত ইনিংস। ২৮ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট শিকার করেন মারুফা আক্তার এবং শরিফা খাতুন। সিরিজ সেরা হন বাংলাদেশের স্বর্ণা আক্তার।

  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭