ইনসাইড গ্রাউন্ড

কিউইদের ৬ উইকেট নেই, জয়ের সুবাস পাচ্ছে কি বাংলাদেশ?


প্রকাশ: 09/12/2023


Thumbnail

লক্ষ্য অতীব ছোট। মাত্র ১৩৭ রান করলেই জিতে যাবে নিউজিল্যান্ড। অথচ, এই ম্যাচটিতে কি কঠিন করে তুলেছে বাংলাদেশের বোলাররা। অথচ, কিউইদের হাতে আজকের সারা দিন আর আগামীকালটাও পড়ে আছে। কিন্তু, কী অদ্ভূদ কাণ্ড! মধ্যাহ্ন বিরতির পর এখন পর্যন্ত ব্ল্যাক ক্যাপাররা হারিয়েছে টপ অর্ডার-মিডল অর্ডারসহ ৬ উইকেট। মিরপুরের মাঠে তাইজুল-মিরাজদের ঘূর্ণিতে রীতিমতো ধূকছে নিউজিল্যান্ড।

ছোট লক্ষ্য তাড়া করতে শুরু থেকেই নিউজিল্যান্ডকে চাপে রাখছে বাংলাদেশের বোলাররা। পঞ্চম ওভারে ওপেনার ডেভন কনওয়েকে (২) লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন পেসার শরিফুল ইসলাম। এরপর দলীয় ২৪ রানে তাইজুলের ঘূর্ণিতে ফেরেন কেন উইলিয়ামসন। ২৪ বলে ১১ রান করেন তিনি। আর ৩৩ রানের মাথায় হেনরি নিকোলাসকে লেগ বিফরের ফাঁদে ফেলেন মিরাজ।

দলীয় ৪৮ রানে টম ল্যাথামকে ফেরান মিরাজ। তিনি ২৬ রানে আউট হন। এরপর তাইজুল টসৎম ব্লান্ডেনকে ফেরান দলীয় ৫১ রানে। এরপর স্কোর বোর্ডে ১৮ রান যোগ হতেই মিরাজ ফেরান ড্যারেল মিচেলকে।

৩০ ওভারে ৯০ রানে ৬ উইকেট নেই কিউইদের। গত ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক ফিলিপস আছেন ১৭ ও স্যান্টনার আছেন ৯ রানে অপরাজিত।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭