ইনসাইড বাংলাদেশ

মানবাধিকার দিবস উপলক্ষে ইইউসহ ১৪ দেশের যৌথ বিবৃতি


প্রকাশ: 10/12/2023


Thumbnail

মানবাধিকার দিবস উপলক্ষে যৌথ বিবৃতি দিয়েছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ১৪ দেশের দূতাবাস ও হাইকমিশন। 

বিবৃতিটিতে বলা হয়েছে, আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ৭৫ তম বার্ষিকীতে আমরা মানবাধিকার, মৌলিক স্বাধীনতা, সকলের জন্য সমতা রক্ষা ও অগ্রগতির জন্য যারা কাজ করে তাদের সাথে আমাদের সমর্থন ও সংহতি পুনরায় নিশ্চিত করি এবং মানবাধিকার রক্ষা ও উন্নয়নের প্রসারে গণতন্ত্রের মৌলিক ভূমিকা তুলে ধরি। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের নীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল।

যৌথভাবে বিবৃতি দেয়া হাইকমিশন ও দূতাবাসগুলো হলো-বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশন, হাইকমিশন অব কানাডা, অ্যাম্বাসি অব ডেনমার্ক, অ্যাম্বাসি অব ফ্রান্স, অ্যাম্বাসি অব জার্মানি, অ্যাম্বাসি অব ইতালি, অ্যাম্বাসি অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডস, রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসি, অ্যাম্বাসি অব দ্য কিংডম অব স্পেন, অ্যাম্বাসি অব সুইডেন, অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড, ব্রিটিশ হাইকমিশন, অ্যাম্বাসি অব দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ও ডেলিগেশন অব দ্য ইউরোপীয় ইউনিয়ন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭