কালার ইনসাইড

১০০ কোটির লক্ষ্যে ‘তুফান’ নিয়ে আসছেন শাকিব খান


প্রকাশ: 12/12/2023


Thumbnail

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন সিনেমার ঘোষণা দিলেন শাকিব খান। নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় বড় পর্দায় আসছেন এ অভিনেতা। সিনেমার নাম ‘তুফান’। যা মুক্তি পাবে ২০২৪ সালে। তবে ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে নায়িকা কে হবেন তা নিয়ে রহস্য রেখে দিলেন পরিচালক রায়হান রাফি।

সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। বড় পরিসরে সিনেমাটি নির্মাণের ঘোষণা দেয় বাংলাদেশ ও ভারতের তিনটি প্রযোজনা সংস্থা। চরকি, আলফা আই এবং এসভিএফ এর সমন্বয়ে নির্মিত হবে সিনেমাটি। সঙ্গে প্রকাশ করা হয় সিনেমাটির পোস্টার।

এসময় শাকিব বলেন, প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে আমি খুব এক্সাইটেড। প্রথম দিনই মনে হয়েছে আমি এই সিনেমার সঙ্গে থাকতে চাই। আমার বিশ্বাস ‘তুফান’ এমন একটি কাজ হতে যাচ্ছে যা দেশ ও দেশের বাইরের মানুষদের আলাদা একটা অনুভূতি এনে দেবে। সিনেমাটি নিয়ে দেশের মানুষ গর্ব করবে। ’

শাকিব খান আরও বলেন, ‘আমরা যদি ভারতের সাউথ ও বলিউডের দিকে তাকাই, তারা কিন্তু এক হয়ে কাজ করছে। একত্র হয়েই বিশ্ববাজারে তারা নিজেদের সিনেমা তুলে ধরছে। আমিও এই স্বপ্নটা দেখতাম; দেশের সিনেমা কিভাবে অন্যান্য দেশে নিয়ে যাওয়া যায়। গত কোরবানির ঈদে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেছে।

পাশাপাশি সংবাদ সম্মেলনে চরকি, আলফা আই ও এসভিএফের এই সম্মিলিত প্রয়াসকে অভিনন্দন জানিয়ে শাকিব বলেন, এমন উদ্যোগে একদিন বাংলাদেশের সিনেমার বিশাল বাজার তৈরি হবে। অনেক বড় বাজেটের সিনেমা যেমন তৈরি হবে, তেমনি ব্যবসায়িকভাবে এই ক্ষেত্রটার আকার বাড়বে। শাকিব বলেন, ‘আমরা ১০০ কোটির ক্লাবে কবে যাব, সেদিকেই তাকিয়ে আছি। যদিও আমার মনে হয় সেদিন আর বেশি দূরে নয়; কারণ, “তুফান” এর মাধ্যমে বাংলাদেশের অন্যতম দুই প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আইয়ের সঙ্গে কলকাতার এসভিএফ একসঙ্গে যুক্ত হয়েছে। হয়তো অচিরেই আমরাও বলতে পারব, বক্স অফিসে আমাদের গ্রস সেল, নেট সেল ১০০ কোটি হয়েছে! আমি ভীষণ রকম আশাবাদী।’

ভিনদেশে বাংলা সিনেমার বড় মার্কেট তৈরি হয়ে আছে জানিয়ে শাকিব খান বলেন, ‘একটা সময় হয়তো ১০০ কোটি টাকাও বাংলা সিনেমার জন্য খুব কম টাকা মনে হবে। কারণ, বাংলার যে পপুলেশন, সেটার কিছু ধারণা পেয়েছি। নর্থ আমেরিকার কথা যদি বলি, সেখানেই মিলিয়নের বেশি বাংলাদেশি বাস করেন। একইভাবে পশ্চিমবঙ্গেরও মানুষ সেখানে বাস করেন। সব মিলিয়ে শুধু নর্থ আমেরিকাতেই ২০-৩০ লাখ বাঙালি দর্শক আছেন। এর মানে হলো সেখানে মিলিয়ন মিলিয়ন ডলারের বাজার অপেক্ষা করছে। শুধু দরকার ছিল বাংলার একটা যৌথ প্রয়াস সবাই একসঙ্গে মিলে কাজ করার। কারণ, সবাই একসঙ্গে মিলে কাজ না করলে বড় কিছু অর্জন সম্ভব নয়।’

সিনেমাটি প্রসঙ্গে রাফী বলেন, ‘আমি খুবই এক্সাইটেড। কারণ, একসঙ্গে আলফা, এসভিএফ ও চরকি—তিনটি বড় প্রতিষ্ঠান এক সুতায় গেঁথে দুটি সিনেমা বানাচ্ছে। আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান, তার সঙ্গে এটা আমার প্রথম সিনেমা। সবচেয়ে বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান, একজন সবচেয়ে বড় সুপারস্টার যখন একসঙ্গে হয়, তখন আসলে এই সিনেমা নিয়ে আশা করাই যায়। তুফান অ্যাকশন এবং ড্রামা ঘরানার সিনেমা। নির্দ্বিধায় বলতে পারি, ‘তুফান’ বাংলা সিনেমার জন্য একটি মাইলফলক হতে যাচ্ছে।’

সিনেমাটি ২০২৪ সালে ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭