ইনসাইড গ্রাউন্ড

মেসি-রোনালদোর লড়াই হতে যাচ্ছে যেখানে


প্রকাশ: 12/12/2023


Thumbnail

যুক্তরাষ্ট্রে মেসি আগমনের পর সেখানকার ফুটবলে এসেছে প্রাণচাঞ্চল্য। ইতিহাসে এবারই প্রথম আন্তর্জাতিক সফরে যাচ্ছে এলএলএসের ক্লাব ইন্টার মায়ামি। এই সফরের অংশ হিসেবে তারা প্রথমে সফরে যাবে সৌদি আরবে।

অনেক দিন পর আবারো মাঠের লড়াইয়ে দেখা যাবে লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদোকে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ সিজন কাপে দেখা যাবে মেসি–রোনালদো দ্বৈরথ। এছাড়াও ২৯ জানুয়ারি নেইমারের ক্লাব আল হিলালের বিপক্ষেও ম্যাচ খেলবে মেসির দল ইন্টার মায়ামি।

সৌদিতে তারা খেলবে রিয়াদ সিজন কাপ টুর্নামেন্টে। এরই মধ্যে আন্তর্জাতিক সফরের জন্য সূচি প্রকাশ করেছে ইন্টার মায়ামি।

রিয়াদ সিজন কাপে প্রথম ম্যাচে আল হিলালের মুখোমুখি হবে মেসির দল ইন্টার মায়ামি। সৌদি আরবের সবচেয়ে সফল দলটির বিপক্ষে ২৯ জানুয়ারি মাঠে নামবে মায়ামি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। ইনজুরির কারণে আল হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার দীর্ঘ দিনের জন্য ছিটকে গেছেন। যার কারণে মায়ামির বিপক্ষে সে ম্যাচে খেলতে পারবেন না নেইমার।

১ ফেব্রুয়ারি কিংডম অ্যারেনাতে অপর ম্যাচে মেসির দল খেলবে রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এরপর ৪ ফেব্রুয়ারি হংকং দলের সঙ্গেও খেলবে মায়ামি। যদিও এই ম্যাচের সময় এখনো জানানো হয়নি।

চলতি বছরের জানুয়ারিতে শেষবার মুখোমুখি হয়েছিলেন মেসি-রোনালদো। তখন মেসি খেলেছেন পিএসজির হয়ে আর রোনালদো রিয়াদ অলস্টার একাদশে। সেই ম্যাচে পিএসজি জয় পেয়েছিল ৫-৪ গোলে। সে ম্যাচে গোল পেয়েছিলেন মেসি-রোনালদো দুজনই।    



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭