ইনসাইড গ্রাউন্ড

ঘুষি কাণ্ডেই শেষ তুরস্কের ফুটবল লিগ!


প্রকাশ: 12/12/2023


Thumbnail

ফুটবল মাঠে বল দখলের লড়াইয়ে উত্তেজনা থাকে। সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠের বিচারক রেফারির গায়েও। যদিও মাঠে রেফারির সঙ্গে বাক-বিতণ্ডতা নতুন কিছু নয়। তবে গায়ে হাত তোলার ঘটনা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে যায়।

সোমবার (১১ ডিসেম্বর) তুরস্কের শীর্ষ লিগে যা ঘটলো, তা কেউ কল্পনাও করতে পারেনি। আঙ্কারাগুজু ক্লাবের সভাপতি ফারুক কোজা মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মারেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তুরস্ক ফুটবল ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় তুরস্কের শীর্ষ ফুটবল লিগকে।

সোমবার লিগ ম্যাচে মুখোমুখি হয়েছিল আঙ্কারায় আঙ্কারাগুজু ও রিজেসপোর। ম্যাচের যোগ করা সময়ে রিজেসপোর সমতা ফেরানোর পরপরই আঙ্কারাগুজুরের সভাপতি কোজা মাঠে ঢুকে রেফারির ওপর চড়াও হন। ঘুষি মেরে রেফারিকে মাঠে ফেলে দেন। এরপর আবার আঘাত করা হয় রেফারিকে।

আঙ্কারাগুজু ক্লাবের সভাপতির হাতে ঘুষি খাওয়ার পর দেখা যায় রেফারির বাঁ চোখ ফুলে গেছে। পড়ে অন্য রেফারিদের সহযোগিতায় মাঠ ছাড়েন সেই ম্যাচের রেফারি হালিল উমুত। পড়ে উমুতকে হাসপাতালে নেয়া হয়।

তুরস্কের জনপ্রিয় এই রেফারি মারধরের শিকার হওয়ার পর তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আর এমন ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শাস্তির কথাও জানিয়েছে ফেডারেশন। বিবৃতিতে তারা লিখেছে, ‘শুধু হালিল উমুত মেলেরের ওপরই নয়, এই অমানবিক ও ঘৃণিত আঘাত তুরস্কের ফুটবল–সংশ্লিষ্ট সবার ওপরই হয়েছে। রাষ্ট্রীয়ভাবেই অমানবিক এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কাজ শুরু হয়েছে। এই ঘটনায় জড়িত ক্লাব, ক্লাবটির সভাপতি, কোচ ও আরও যারা হালিল উমুত মেলেরের ওপর হামলা করেছেন, তাদের সবাইকে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।’

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান এমন ঘটনার নিন্দা জানিয়েছেন। এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘খেলাধুলা হলো শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক। সহিংসতার সঙ্গে খেলাধুলা যায় না। তুরস্কের ক্রীড়াঙ্গনে আমরা সহিংসতা মানতে পারি না।’

লিগ স্থগিত হওয়ার আগে পর্যন্ত ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে অবস্থান করছে রিজেসপোর। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের এগারো নম্বরে আঙ্কারাগুজু।   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭