ইনসাইড গ্রাউন্ড

চোট সারিয়ে মাঠে মাহমুদউল্লাহ ও তাসকিন


প্রকাশ: 13/12/2023


Thumbnail

বিশ্বকাপ থেকেই ইনজুরি আক্রান্ত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ। বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় মাসখানেক পর মাঠের অনুশীলনে ফিরেছেন তাসকিন ও রিয়াদ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রথমবারের মতো বোলিং শুরু করেন তাসকিন। জানা গেছে, বিপিএলের আগেই পুরোপুরি তৈরি হয়ে যাবেন ঢাকা এক্সপ্রেস। এদিকে তাসকিনের মতো স্বল্প অনুশীলন করেছেন সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদউল্লাহ রিয়াদও। বিসিবির মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে, বিপিএলের আগে ফিট হবেন তিনিও।

বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়েই মাঠে নামতে মুখিয়ে তাসকিন। সুখবর আছে তাসকিনের মতো ইনজুরিতে নিউজিল্যান্ড সিরিজে থেকে ছিটকে পড়া রিয়াদের জন্যও। দ্রুতই উন্নতি হচ্ছে তার। দু’একদিনের মধ্যেই শুরু করবেন ব্যাটিং অনুশীলন।

তবে রিয়াদের কাছে আপাতত বড় চ্যালেঞ্জ নিজেকে ফুলফিট করা। তার ইনজুরিটা মূলত বাঁ কাঁধে। যেহেতু এ হাত দিয়ে রিয়াদ বল কিংবা থ্রো করেন না, তাই খুব একটা দুশ্চিন্তা নেই। বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানা গেছে, অন্যকাঁধের সঙ্গে তুলনা করলে রিয়াদের এই কাঁধ ৭০ শতাংশ ঠিক। তাই গ্রিন সিগন্যাল মিলেছে বিসিবির মেডিকেল বিভাগের কাছ থেকে। মিলেছে পুরোদস্তুর ব্যাটিং করার অনুমতিও।

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭