ইনসাইড ইকোনমি

ডিসেম্বরে রিজার্ভে যোগ হবে ১.৩১ বিলিয়ন ডলার


প্রকাশ: 13/12/2023


Thumbnail

আইএমএফের ঋণে শুক্রবার রিজার্ভে যোগ হবে দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলারের অনুমোদন দিয়েছে বাংলাদেশকে।

চলতি সপ্তাহের বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানান, দক্ষিণ কোরিয়ার ৯ কোটি ডলার, এডিবির ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলার ও অন্যান্য সোর্স থেকে আরও ১৩ কোটি ডলার আসবে বাংলাদেশে। রিজার্ভ সংকটে বাংলাদেশে এসব অর্থের ওপর কিছুটা নির্ভরশীল হয়ে দেশের রিজার্ভ বাড়াবে।

আসছে নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে আকু পেমেন্ট সামনে রেখে চলতি বছরের ডিসেম্বরে রিজার্ভে যোগ হবে এক দশমিক ৩১ বিলিয়ন ডলার। আকু পেমেন্টের জন্য  এক বিলিয়ন ডলারের কিছু বেশি রিজার্ভ থেকে পেমেন্ট হবে। 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আআইএমএফ প্রধান কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় এই অনুমতি পায়।  অন্যদিকে শুক্রবার ৬৮ কোটি ১০ লাখ ডলার বাংলাদেশের অ্যাকাউন্টে যোগ হওার  আগে দ্বিতীয় কিস্তির অর্থছাড়ের প্রস্তাব অনুমোদন পায়।  

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব মতে বর্তমানে রিজার্ভ রয়েছে ২৪ দশমিক ৬৬ বিলিয়ন ডলার। ১২ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭