ইনসাইড টক

‘আমরা কিছুটা বিব্রতকর অবস্থাতেই আছি’


প্রকাশ: 14/12/2023


Thumbnail

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‌‌‘আদর্শিক ১৪ দলের জোটের প্রার্থী হিসেবে আমরা মনে করি, আওয়ামী লীগের নেতা হয়ে জোটের শরিক দলের কোন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা উচিৎ নয়। তাতে আওয়ামী লীগ বনাম সেই দলের বিরুদ্ধে রাজনীতি হয়ে যায়, যা জোটের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। সেই হিসেবে আমরা কিছুটা বিব্রতকর অবস্থাতেই আছি।’ 

১৪ দলের আসন সমঝোতা নিয়ে দফায় দফায় আলাপ-আলোচনা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি আসনে জোটভুক্ত কয়েকজন হেভিওয়েট প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া-২ আসনে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এবং সমসাময়িক ভাবনা নিয়ে বাংলা ইনসাইডারকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সাক্ষাৎকারটি নিয়েছেন বার্তা সম্পাদক প্রসেনজিৎ হালদার।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘আমি আদর্শিক জোট ১৪ দলের প্রার্থী হিসেবে বিগত তিনটি নির্বাচন করেছি। এবার জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত তালিকায় যদি আমার নাম থাকে তাহলে এই আসনে (কুষ্টিয়া-২) আদর্শিক জোট ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করবো।’ 

তিনি আরও বলেন, ‘এই আসনে আওয়ামী লীগের জনৈক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেছেন এবং নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা ব্যাক্ত করেছেন। জোটের প্রার্থী হিসেবে আমরা মনে করি, আওয়ামী লীগের নেতা হয়ে জোটের শরিক দলের কোন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা উচিৎ নয়। তাতে আওয়ামী লীগ বনাম সেই দলের বিরুদ্ধে রাজনীতি হয়ে যায়, যা জোটের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। সেই হিসেবে আমরা কিছুটা বিব্রতকর অবস্থাতেই আছি।’ 

হাসানুল হক ইনু আরও বলেন, ‘আমরা আশা করছি যোগ্য নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কোন নেতাকে এই আসনে দেবেন না। এর বাইরে অন্য স্বতন্ত্র প্রার্থী থাকলে তাতে কোন অসুবিধা নেই।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭