ইনসাইড গ্রাউন্ড

বিজয় দিবসের ম্যাচ ১৬ ডিসেম্বর, দল ঘোষণা


প্রকাশ: 14/12/2023


Thumbnail

মহান বিজয় দিবসে ক্রিকেটে বোর্ডের আয়োজনে এই প্রীতি ম্যাচ প্রতি বছরই হয়ে আসছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়রা এই ম্যাচে অংশগ্রহণ করে। এবারও মুক্তিযুদ্ধের সময় শহীদ দুই বীর মুক্তিযোদ্ধা ক্রিকেটার শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশের হয়ে মাঠে নামবেন টাইগার ক্রিকেটাররা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশের ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বিসিবি।

১৬ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে টসের পর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করবে ক্রিকেটাররা। তারপর জাতীয় সংগীত গাওয়া হবে। এমনটাই জানিয়েছে বিসিবি।

শহীদ মুশতাক একাদশঃ

মেহেরাব হোসেন অপি, তুষার ইমরান, হাবিবুল বাশার সুমন, নিয়ামুল রশিদ রাহুল, সেলিম শাহেদ, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলি খান, হাসানুজ্জামান ঝড়ু, ইহসানুল হক সেজান, সাজ্জাদ আহমেদ শিপন, শফিউদ্দিন আহমেদ বাবু, খান আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান বাবুল, গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ আলি।

শহীদ জুয়েল একাদশঃ

জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহমান বাবু, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ সুজন, হাসান তামিম, ডলার মাহমুদ, ফাহিম মুনতাসির, রবিউল ইসলাম, ফয়সাল হোসেন ডিকেন্স, সাজেদুল ইসলাম, এ এস এম রকিবুল হাসান।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭