ইনসাইড গ্রাউন্ড

শেষটা দারুণ হলো ওয়ার্নারের


প্রকাশ: 14/12/2023


Thumbnail

আগেই ঘোষণা দিয়েছিলেন এই সিরিজটি হতে যাচ্ছে তার টেস্ট ক্যারিয়ারের শেষ। অর্থাৎ এই সিরিজ খেলে তিনি টেস্টকে ‘শুভ বিদায়’ বলবেন। তার এই শেষের শুরুটা হলো দারুণ।

পার্থে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে বড় এক সেঞ্চুরি হাঁকিয়েছেন অসি ওপেনার। তার ১৬৪ রানের ইনিংসে ভর করে পাকিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া তুলেছে ৫ উইকেটে ৩৪৬ রান।

টসভাগ্য অস্ট্রেলিয়ার পক্ষেই ছিল। উসমান খাজাকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে ১২৬ রান তোলেন ওয়ার্নার। খাজা ৪১ করে শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটরক্ষকে ক্যাচ দেন।

ইনিংস বড় করতে পারেননি মার্নাস লাবুশেন। ফাহিম আশরাফের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে করেন ১৬ রান। তবে তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথকে নিয়ে ৭৯ আর চতুর্থ উইকেটে ট্রাভিস হেডকে নিয়ে ৬৬ রানের আরও দুটি জুটি গড়েন ওয়ার্নার।

অভিষিক্ত পেসার খুররাম শাহজাদের বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন স্মিথ (৩১)। আরেক অভিষিক্ত অলরাউন্ডার আমির জামালের শিকার হন হেড (৪০)।

তবে ওয়ার্নার বড় রান করেই মাঠ ছেড়েছেন। ২১১ বলে ১৬ চার আর ৪ ছক্কায় ১৬৪ রানের ইনিংস বেরিয়ে আসে তার উইলো থেকে। এটি তার ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি।

অ্যালেক্স ক্যারে ১৪ আর মিচেল মার্শ ১৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭