ইনসাইড বাংলাদেশ

নাটোরে শিক্ষা কর্মকর্তাকে মারধরের অভিযোগ


প্রকাশ: 14/12/2023


Thumbnail

নাটোরের বড়াইগ্রামে অফিস কক্ষে ঢুকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রউফকে পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ভাগ্নে জহির উদ্দিনসহ বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্তকরা শিক্ষা কর্মকর্তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মেরে লাঞ্ছিত করে অফিসের আসবাবপত্র ভাঙচুর করেছে। এর আগে বুধবার তারা একই ভাবে এক মাদরাসার অধ্যক্ষকেও লাঞ্চিত করেছে।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে রুবেল বালি ও জহির উদ্দিনের নেতৃত্বে ৩০-৩৫ জন যুবক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ঢুকে দরজা বন্ধ করে আব্দুর রউফকে লাঞ্ছিত করে। ঘটনার পর অফিস চত্বরের সিসিটিভির ধারণকৃত ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।

মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ বলেন, আমি অফিসে বসে দাপ্তরিক কাজ করছিলাম। এ সময় ১৪-১৫ জন যুবক হঠাৎ আমার রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। আমি তাদের আসার কারণ জানতে চাইলে রুবেল বালি নামে একজন এসে আমার ডান হাত ধরে বলতে থাকেন, এই হাতটা কেটে নেয়ার হুকুম আছে, অপরজন বলে, মেশিন বের কর, একে শেষ করে দে। বলে আমাকে চেয়ার থেকে তুলে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং অফিসের টেবিল-চেয়ার ও ফাইলপত্র তছনছ করে। এ সময় আরও ১৫-২০ জন বাইরে দাঁড়িয়ে দরজা আটকে থাকে। ফলে অন্য কেউ আমার রুমে প্রবেশ করতে পারছিলেন না তখন আমি আতঙ্কিত হয়ে পড়ি।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, আমি নিচতলায় বসি। স্যারকে (মাধ্যমিক শিক্ষা অফিসার) রুমে আটকে লাঞ্ছিত করা হচ্ছে এমন খবর পেয়ে দ্রত গিয়ে দরজা খোলার চেষ্টা করি। এ সময় একজন বের হয়ে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পরে বিষয়টি আমি ইউএনও স্যারকে জানাই।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু ও বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান ও বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ইউএনও দপ্তরে যান। তারা ঘটনায় জড়িতদের দ্রত আইনের আওতায় আনার আহ্বান জানান। অপরদিকে, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানরাও ইউএনওর রুমে বসে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে অফিসের ভেতরে বাইরের লোকদের দ্বারা আক্রান্ত হওয়াটা খুবই দু:খজনক। এমন হলে এখানে অফিসাররা কাজ করবে কিভাবে।

ইউএনও আবু রাসেল বলেন, সিসি টিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। অভিযুক্তদের সনাক্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান আতা বলেন, এই প্রথম উপজেলা পরিষদ ভবনে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটলো। এটি খুবই অন্যায় করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলার ইসলামপুর গুনাইহাটি ফাজিল মাদরাসায় নিয়োগকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। গত বুধবার অভিযুক্তরা ওই মাদরাসায় গিয়ে অধ্যক্ষ মাওলানা ওসমান গণিকে তার দপ্তরে লাঞ্চিত করে নিয়োগ কার্যক্রম বন্ধ করে দেয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭