ইনসাইড গ্রাউন্ড

চ্যাম্পিয়নস লিগের কোন দুটি বিষয় বদলে গেল?


প্রকাশ: 14/12/2023


Thumbnail

চ্যাম্পিয়ন্স লিগে বাড়ছে দল। ৩২ দল থেকে বেড়ে হলো ৩৬ দল। এরপর নতুন পদ্ধতিতে হবে খেলা। আগামী মৌসুম থেকে হবে গ্রুপ পর্বের জায়গায় খেলা হবে লিগ ফরম্যাটে। তবে লিগের মতো সব দল একে অপরের বিপক্ষে খেলবে না।

ড্রয়ের মাধ্যমে চারটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে দলগুলোকে। ১ নম্বর পটে থাকবে বর্তমান চ্যাম্পিয়ন এবং র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা সেরা আট দল। ২ নম্বর পটে থাকবে ইউরোপা লিগ জয়ী দল এবং শীর্ষ লিগগুলোর চ্যাম্পিয়ন দল।

এতে প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মধ্যে চারটি করে হোম অ্যান্ড অ্যাওয়ে।

লিগ পর্ব শেষে শীর্ষ আট দল উঠে যাবে নক আউটে। এরপর টেবিলের নবম থেকে ২৪তম দল দুই লেগের প্লে অফ খেলবে শেষ ষোলোয় বাকি আটটি স্থানের জন্য।

আর ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা ক্লাবগুলো সরাসরি ইউরোপিয়ান ফুটবলের সব ধরনের প্রতিযোগিতা থেকে বাদ পড়বে। লিগ পর্বে পারফরম্যান্সের দিক থেকে ওপরের দিকে থাকা দলগুলো নক আউটের ড্রতে সুবিধা পাবে। 

একই লিগের দুটি ক্লাব লিগ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে না। তবে একই ঘরোয়া লিগ থেকে চারটি বা তার চেয়ে বেশি ক্লাব এক পটে থাকলে যেকোনো একটি ক্লাবের বিপক্ষেই কেবল খেলতে হবে।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭