ইনসাইড গ্রাউন্ড

নিউজিল্যান্ডের সঙ্গে আবহাওয়াও যেন প্রতিপক্ষ


প্রকাশ: 15/12/2023


Thumbnail

নিউজিল্যান্ডতো ঠাণ্ডার দেশ। বাংলাদেশের চেয়ে পাহাড় ঘেরা নিউজিল্যান্ডের ঠাণ্ডার প্রকোপ অনেক বেশি। এখানে কিউইদের সঙ্গে আবহাওয়াও যেন বড় প্রতিপক্ষ। সেই আবহাওয়াতেই মানিয়ে নিয়ে ভালো খেলার চেষ্টায় টাইগার ক্রিকেটাররা। তার ফলস্বরূপ নিউজিল্যান্ড একাদশের সঙ্গে বড় স্কোর গড়ে দারুণ জয় এসেছে।

এখনও নিউজিল্যান্ডের ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

প্রস্তুতি ম্যাচের পর রিশাদ বলেন, ‘প্রথমত একটু ঠাণ্ডা কন্ডিশন। আমরা গত দুই-তিন দিন মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সেখান থেকে আজ প্রস্তুতি ম্যাচ খেললাম। ম্যাচ যখন শুরু হয়েছে, তখন আর আবহাওয়া বা ঠাণ্ডা এসব মাথায় ছিল না। চেষ্টা করেছি মানিয়ে নিয়ে খেলতে।’

প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে দারুণ সময় কেটেছে রিশাদের। ২৯তম ওভারে ১২৫ রানে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ফেলার পর উইকেটে আসেন রিশাদ। এরপর ৫৪ বলে ৮৭ রানের ইনিংস খেলেন রিশাদ। দল পায় ৩৩৪ রানের সংগ্রহ।

নিজের ব্যাটিং নিয়ে রিশাদ বলেন, ‘ব্যাটিং নিয়ে বলব, অনেক দিন পর লম্বা সময় ব্যাটিংয়ের সুযোগ পেয়েছি। চেষ্টা করছি উইকেটে থেকে রান করার। আর বোলিংয়ে ঠাণ্ডা কন্ডিশন তাই চেষ্টা করছি নিজেকে গরম রাখার।’

‘একই সঙ্গে এটাও মাথায় ছিল, যখন-তখন বোলিং করা লাগতে পারে। মানসিকভাবে তৈরি ছিলাম। কিন্তু তারপরও অনেক ঠাণ্ডা এজন্য একটু অস্বস্তি অনুভব হয়েছিল। এ ছাড়া সব কিছু ঠিক আছে। আশা করি দল ভালো করবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭