ইনসাইড গ্রাউন্ড

টস জিতে ভারতকে চেপে ধরেছে টাইগার যুবারা


প্রকাশ: 15/12/2023


Thumbnail

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে শুক্রবার (১৫ ডিসেম্বর) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ে নেমে বাংলাদেশ পেয়েছে দারুণ সূচনা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১৬ ওভারে ৬১ রান।

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। তবে এরপর বয়সভিত্তিক আসরগুলোতে ঝলক দেখিয়ে নিভে গেছে টাইগার যুবারা। তবে এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এখন পর্যন্ত অপরাজিত তারা। ইনফর্ম টাইগাররা মোকাবিলা করছে শক্তিশালী ভারতের।

দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের ২ নম্বর মাঠে খেলা হচ্ছে। শুরুতেই মারুফ মৃধার বোলিং তোপে চাপে পড়েছে ভারত। মারুফ এখন পর্যন্ত নিয়েছেন ৩ উইকেট আর রোহানাত দৌলা বর্ষণ নিয়েছেন দুই উইকেট।

আসরে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল যুব টাইগাররা। সর্বশেষ গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে অপরাজিত থেকেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশঃ

মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, আশিকুর রহমান শিবলী, রোহানাত বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭