ইনসাইড ইকোনমি

একইদিনে মিলেছে আইএমএফ-এডিবির ঋণ


প্রকাশ: 16/12/2023


Thumbnail

আইএমএফ’র ঋণের দ্বিতীয় কিস্তির প্রায় ৬৯ কোটি ডলার যুক্ত হয়েছে দেশের রিজার্ভে। একইদিনে যুক্ত হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির ৪০০ মিলিয়ন (৪০ কোটি) ডলার। শুক্রবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

মেজবাউল হক জানান, শুক্রবার (১৪ ডিসেম্বর) আইএমএফ’র ৬৮৯.৮৩ মিলিয়ন বা প্রায় ৬৯ কোটি ডলার ও এডিবির ৪০ কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হয়েছে। সব মিলিয়ে আইএমএফ-এডিবির অর্থসহ রিজার্ভ-এর হিসাবটা রোববার দিতে পারবো।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশের জন্য আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড সভায় অনুমোদন পায়।

আইএমএফের ঋণের অর্থ পাওয়ায় রিজার্ভও কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার দেশের রিজার্ভ ছিল ২৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আজ রিজার্ভ বেড়ে ২৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আইএমএফের হিসাব (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভ এখন ১৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

আইএমএফ ও এডিবির ঋণের টাকা ছাড়াও চলতি মাসে দক্ষিণ কোরিয়ার ৯ কোটি ডলারসহ অন্যান্য সোর্স থেকে আরও ১৩ কোটি ডলার আসবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭