ইনসাইড পলিটিক্স

সমঝোতা করতে আজও আওয়ামী লীগ জাপার বৈঠক


প্রকাশ: 16/12/2023


Thumbnail

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার নিয়ে আবার বসছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।

বিষয়টির জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন সমঝোতা এখনো পুরোপুরি হয়নি। আজও বিষয়টি নিয়ে বৈঠকে বসবে দুই দল।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা দুইটার দিকে দুই দলের বৈঠকে বসার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন চুন্নু।

জাপা মহাসচিব বলেছেন, গতকাল শুক্রবার দুই দলের নেতাদের বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করা, আসন সমঝোতাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

সমঝোতা নিয়ে সন্তুষ্ট কি না, জানতে চাইলে মুজিবুল হক গণমাধ্যমে বলেন, খুশি নন, অখুশি তা কিছুই বলবেন না তিনি। আরও আলোচনা হবে। সমঝোতার আসনসংখ্যা ২৬টি কি না, সে প্রশ্নে কোনো জবাব দিতে রাজি হননি তিনি।

তফশিল অনুয়ায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

জানা গেছে, জাতীয় পার্টি চায় বেশ কিছু আসনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার সহ দলটির স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াক। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বৈঠক হচ্ছে। তবে বৈঠকের বিষয় গোপন রাখছে দুই দলই।


গতকাল শুক্রবার আওয়ামী লীগ ও জাপার নেতাদের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠক শেষে কোনো পক্ষই গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭