ইনসাইড গ্রাউন্ড

সাকিব কি অধিনায়ক নাকি খেলোয়াড় থাকবেন?


প্রকাশ: 17/12/2023


Thumbnail

সাকিব আল হাসান খেলোয়াড় হিসেবে যেমন সেরা অধিনায়ক হিসেবেও সতীর্থদের কাছে তিনি সেরা। সাকিব ভারত বিশ্বকাপে যাওয়ার আগেই ঘোষণা দিয়েছিলেন যে, তিনি বিশ্বকাপের পর আর অধিনায়কত্ব করতে চান না। সাম্প্রতিক সময়ে সাকিবের রাজনীতিতে জড়ানোয় প্রসঙ্গ উঠেছে তিনি কি সত্যিই অধিনায়কত্বের চাপ নিতে পারবেন? 

কারণ রাজনীতি করতে হলে অনেক সময় দেওয়ার প্রয়োজন হয়। অনেক মানুষের সঙ্গে যোগাযোগের দরকার হয়। এই অবস্থায় মাঠের চাপ সামলানোর জন্য কতটা সময় পাবেন সাকিব এটাই প্রশ্ন। সাকিবের একটি বিষয় পরীক্ষিত তা হলো, তিনি যে সিদ্ধান্ত নেন বা বলেন তা খুব বুঝেশুনেই নেন। তবে সাকিবের অধিনায়কত্ব না করতে চাওয়ার পেছনে অনেকের নেতিবাচক কথা থাকলেও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল কিন্তু সাকিবের পক্ষেই কথা বলেছেন। 

এমন অবস্থায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল জানালেন, নেতৃত্ব থেকে সাকিবের সরে যাওয়াই ভালো। তার মতে, নেতৃত্ব থেকে সরিয়ে সাকিবকে স্বাধীনভাবে খেলতে দেয়া উচিত।

এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘সাকিব যদি করতে চায় তাহলেতো খুব ভালো। যেহেতু বিশ্বকাপে যাওয়ার আগে সাক্ষাৎকারে দেখেছিলাম সে আর একদিনও অধিনায়কত্ব (ওয়ানডেতে) করতে চায় না বিশ্বকাপের পরে। তো আমার মনে হয় আমাদের জোর না করাই উচিত। তাকে একদম ফ্রি খেলতে দেয়া উচিত তিন সংস্করণেই। যেহেতু সে রাজনীতিও করে, ব্যস্ত থাকবে। তাকে যদি শুধু খেলোয়াড় হিসেবে চিন্তা করে ক্রিকেট বোর্ড, তাহলে বাংলাদেশের জন্যই ভালো।’ 

আশরাফুলের মতে, সাকিবের যে খেলার সময়টা সেই সময়টা সে উপভোগ করুক। সেটাই আসলে দেশের জন্য ভালো হবে। অধিনায়কত্ব দেয়ার মানে তার জন্য আলাদা একটা চাপ হয়ে যাবে। কারণ, সে ততটা সময়ও দিতে পারবে না।

সাকিবের অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন এই তরুণ ক্রিকেটার। 

সাকিব যেহেতু এখন আঙুলের ইনজুরির কারণে রিহ্যাব করছেন সেহেতু তার নিজের মতামত এখনও আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি। কিন্তু, অবস্থাদৃষ্টে মনে হয় সাকিবের জন্য রাজনীতির মাঠ আর খেলার মাঠের নেতৃত্ব ভার একসাথে পালন করা কষ্টকর এবং এতে দায়িত্বের জায়গায় কমতি হতে পারে। তবে সাকিব তার নিজের বিষয়ের হিসেবটা খুব কড়ায়গণ্ডায় করেন। তাই বলা যায় হয়তো নির্বাচনের পরই তিনি আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করবেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭