ইনসাইড গ্রাউন্ড

হার দিয়ে মিশন শুরু টাইগারদের


প্রকাশ: 17/12/2023


Thumbnail

নিউজিল্যান্ড মিশনের প্রথম ম্যাচে ৪৪ রানের হারলো বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে কিউইদের ২৪৫ রানের জবাবে নির্ধারিত ৩০ ওভারে ২০২ রানে থামে টাইগাররা। ব্ল্যাক ক্যাপসদের মাটিতে জয়ের দেখা অধরাই রইল নাজমুল হোসেন শান্ত বাহিনীর। রোববার (১৭ ডিসেম্বর) ডানেডিনের উইনিভার্সিটি ওভালে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে উইল ইয়াংয়ের শতকে ৩০ ওভারে ৭ উইকেকে ২৩৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ডিএল মেথডে ৬ রান বেড়ে ২৪৫ রান টার্গেট পায় বাংলাদেশ। এ রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২০০ রানে শেষ হয় টাইগারদের ইনিংস।

বিশাল রান তাড়া করতে নেমে প্রথম ওভারে সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৬ ওভারে ৪৬ রানের জুটিতে ভালো কিছুর আভাস দেন এনামুল হক বজয় ও নাজমুল হোসেন শান্ত। ১৫ রানে ইশ সৌধিকে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন টাইগার অধিনায়ক। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০০ রানে থামে বাংলাদেশ। দলের পক্ষে এনামুল বিজয় সর্বোচ্চ ৪৩ রান করেন। এ ছাড়া আফিফ হোসেন ৩৮ এবং তাওহীদ হৃদয় ৩৩ রান করেন।

এর আগে নিউজিল্যান্ডের প্রথম ওভারে রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসকে ফিরিয়ে ভালো শুরুর আভাস দেন শরীফুল ইসলাম। তবে তৃতীয় উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে ঘুরে দাঁড়ায় ব্ল্যাক ক্যাপসরা। ক্যারিয়ারের ২৪তম ফিফটিতে ৭৭ বলে ৯২ রানে মেহেদী মিরাজের বলে বোল্ড হন কিউই অধিনায়ক। ওপেনার উইল ইয়াং ক্যারিয়ারের ৩য় সেঞ্চুরিতে ১৪টি চার ও ৪টি ছক্কায় ১০৫ রান করেন। ইনিংসের শেষ ১০.৪ ওভারে ১৩১ রান জমা করে নিউজিল্যান্ড।

বাংলাদেশের শরীফুল ইসলাম সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এ ছাড়া মিরাজ একটি উইকেট নেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭