ওয়ার্ল্ড ইনসাইড

অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে জরুরি বন্যা সতর্কতা জারি


প্রকাশ: 17/12/2023


Thumbnail

গ্রীস্মমন্ডলীয় ঘূর্ণিঝড় জাসপারের কারনে অস্ট্রেলিয়ার বন্যা কবলিত উত্তর-পূর্বাঞ্চলে প্রচণ্ড বর্ষণ অব্যাহত থাকায় এ অঞ্চলে বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার অষ্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় কুইন্সল্যান্ড রাজ্যের কিছু অংশে জরুরী এ বন্যা সতর্কতা জারি করা হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েকদিন উত্তর-পূর্বাঞ্চলে আরও ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যারন নদী, ডেনট্রি নদী, হার্বাট নদী, জনস্টন নদী ক্যাচমেন্ট, মূলগ্রেভ নদী এবং টুলি ও মারে নদীর জন্যে বড়ো ধরনের বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

প্রবল বৃষ্টির কারনে আথারটন টেবিলল্যান্ডস থেকে উপকূলের দিকে আরো পানি প্রবাহিত হওয়ায় নদীর পানি আশংকাজনকভাবে বাড়বে বলে ধারনা করা হচ্ছে। কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বাসিন্দাদের উঁচু জায়গায় অথবা ভবনের উপরের তলার দিকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ঘুর্ণিঝড় জাসপার বুধবার গভীর রাতে কুইন্সল্যান্ডের ফার নর্থে আঘাত হানে। ধারণা আগামী কয়েকদিন এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। ফলে সেখানে নতুন করে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭