ওয়ার্ল্ড ইনসাইড

ভয়াবহ বন্যার কবলে শহর, পানিতে দেখা গেল কুমির


প্রকাশ: 18/12/2023


Thumbnail

ভয়াবহ বন্যার কবলে পড়েছে অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ড। ভারী বৃষ্টিপাতের ফলে এই বন্যার সূত্রপাত। ভয়াবহ এই বন্যার কারণে কেয়ার্নস বিমানবন্দরটি তলিয়ে গেছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া বিমানবন্দরটিতে থাকা বিমানগুলো ডুবন্ত অবস্থায় রয়েছে বলে ছড়িয়ে পড়া ছবতে দেখা যায়। এছাড়া শহরের কিছু এলাকায় কুমিরও দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা নৌকায় করে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছেন। কর্তৃপক্ষ ধারণা করছেন বন্যাটি আরও অনেক ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের কারণে অস্ট্রেলিয়ার আবহাওয়ায় এই বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফলে কিছু এলাকায় অতিভারী বৃষ্টি হচ্ছে। বন্যায় এক শিশুসহ নয়জন আহত হয়েছে। পানি বেড়ে যাওয়ার কারণে তারা রাতভর বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তবে বন্যায় এখন পর্যন্ত কোনো নিহত এবং নিখোঁজের খবর পাওয়া যায়নি। আগামী ২৪ ঘণ্টায় কুইন্সল্যান্ডে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে, বন্যার কারণ অনেক বাড়ি ডুবে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ এবং ডুবে গেছে রাস্তাঘাট। সুপেয় পানির অভাবও দেখা দিয়েছে।

খারাপ আবহাওয়া শুরু হওয়ার পর থেকেই কেয়ার্নস শহরে ২ মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুইন্সল্যান্ডের প্রিমিয়ান স্টিভেন মাইলস অস্ট্রেলিয়ার টেলিভিশকে জানান, প্রাকৃতিক দুর্যোগটি সবচেয়ে খারাপ হবে বলে ধারণা করছি।

তিনি আরও বলেন, বন্যার যারা আটকে পড়েছে দ্রুতেই তাদের উদ্ধার করতে হবে। কারণ পানির পরিমান বাড়ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭