ওয়ার্ল্ড ইনসাইড

বাইডেনের মন্তব্যকে ‘ননসেন্স’ বললেন পুতিন!


প্রকাশ: 18/12/2023


Thumbnail

চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকানদের কাছে সামরিক সহায়তা আটকে না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, পুতিন যদি ইউক্রেনে জয়লাভ করেন, তাহলে তিনি থেমে থাকবেন না, বরং একটি ন্যাটো দেশে হামলা করতে পারেন। কিন্তু বাইডেনের এ মন্তব্যকে ননসেন্স বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ন্যাটোর সঙ্গে যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই রাশিয়ার। খবর রয়টার্সের

রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিন বাইডেনের এ মন্তব্যকে উড়িয়ে দিয়ে বলেন, ন্যাটোর সঙ্গে যুদ্ধ করার কোনো কারণই নেই।

সম্প্রতি আরও অন্য এক ভাষণে পুতিন বলেছেন, ইউক্রেনে লক্ষ্য অর্জন না হওয়ার পর্যন্ত কোনো শান্তি নয়। ইউক্রেনকে নাৎসি ও সামরিকায়ন মুক্ত করার কথা জানিয়ে তিনি বলেন, কিয়েভকে শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে হবে।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে মস্কো ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক ১৯৬২ সালের কিউবান মিসাইল সংকটের পর থেকে বেশি খারাপ অবস্থায় পৌঁছেছে। এর আগে বাইডেন সতর্ক করে জানিয়েছিলেন, ন্যাটোর ওপর হামলা হলে তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭