ইনসাইড গ্রাউন্ড

মোহামেডান কি পারবে বসুন্ধরাকে হারিয়ে শিরোপা জিততে?


প্রকাশ: 18/12/2023


Thumbnail

স্বাধীনতা কাপের ফাইনালে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজ (সোমবার) দুপুর পৌনে দুইটায় বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান।

গত মৌসুমে মোহামেডান স্বাধীনতা কাপে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই আসরে বসুন্ধরা কিংসকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছিল মোহামেডান। এবার ফাইনালে কিংসকে হারিয়ে আরেকটি শিরোপা জিততে চান সাদা-কালো শিবিরের কোচ আলফাজ আহমেদ। তিনি জানিয়েছেন, আমরা অবশ্যই ফাইনালে জিততে চাই। আমাদের সেই সামর্থ্য রয়েছে। মোহামেডান আরেকটি শিরোপা জিততে পারলে সমর্থকরা আরও ফুটবলমুখি হবে।

মোহামেডান গোপালগঞ্জে রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ ফাইনালে মোহামেডান গোপালগঞ্জেই অনুশীলন করেছে। ফাইনালের আগে মোহামেডানের কার্ড ও ইনজুরি সমস্যা নেই।

এদিকে স্বাধীনতা কাপ টুর্নামেন্টে টানা চতুর্থবারের মতো ফাইনালে কিংস। আবাহনীকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে অস্কারের শিষ্যরা। রোববার কিংস অ্যারেনায় সকালে অনুশীলন করেছে গত আসরের চ্যাম্পিয়ন দল। এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যেতে ব্যর্থ হলেও ঘরোয়া ফুটবলে ট্রফি জেতার সুযোগ মিস করতে চায় না কিংস।

বসুন্ধরা কিংস সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত সকল স্বাধীনতা কাপের আসরেই ফাইনাল খেলেছে। গত আসরে শেখ রাসেলকে হারিয়ে শিরোপা জিতেছে। মোহামেডানেরও শিরোপা জেতার রেকর্ড রয়েছে। ২০১৪ সালে ফেনী সকারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭