ইনসাইড বাংলাদেশ

গাজীপুরে রেললাইনে নাশকতা: তিন আসামির দায় স্বীকার


প্রকাশ: 18/12/2023


Thumbnail

গাজীপুরের শ্রীপুরে রেল লাইন কেটে নাশকতার ঘটনায় গ্রেফতার সাতজনের মধ্যে তিনজন দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

গতকাল রোববার (১৭ ডিসেম্বর) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের উপ-কমিশনার (দক্ষিণ) নাজির আহমেদ খান।

তিনি জানান, গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ গাজীপুর মহানগর এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রেল লাইন কেটে নাশকতার সঙ্গে জড়িত যে সাতজনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে তিনজন জান্নাতুল ইসলাম, মেহেদী হাসান, শাহানুর আলম আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

তিনি আরও জানান, আসামিদের গ্রেফতারের পর সাতজনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তিনজন রেল লাইন কেটে নাশকতার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭