ইনসাইড বাংলাদেশ

লক্ষীপুর-১ আসনে ঈগল মার্কা নিয়ে ভোটে লড়বেন হাবিবুর


প্রকাশ: 18/12/2023


Thumbnail

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান পবন নির্বাচনী মাঠে ঈগল (প্রতীক) মার্কা নিয়ে ভোট করবেন। পবন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য।

 

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান তার কার্যালয়ের সন্মেলন কক্ষে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের প্রতীক বরাদ্দ দেন।

 

এ আসন থেকে ৬ প্রার্থী নিবার্চনের মাঠ লড়বেন। তারা হলেন— আনোয়ার হোসেন খাঁন (নৌকা), গোফরান (কেটলি), হাবিবুর রহমান পবন (ঈগল), নিয়াজ মাহবুব (মোমবাতি), মোশারফ হোসেন (আম), মাহমুদুর রহমান (লাঙ্গল)।

 

প্রতীক বরাদ্দের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত (নৌকা) মার্কার প্রার্থী আনোয়ার হোসেন খাঁনকে দেখা যায়নি।

 

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যুবলীগের যারাই স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করছেন, আমাদের সকলের প্রতীক ঈগল। নির্বাচনে একটি সুন্দর পরিবেশ ও উৎসব মুখর ভোটকেন্দ্র রাখার জন্যই আমরা ভোট করছি। আমাদের দল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার জন্য কোনো নির্দেশনা নেই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭