ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তান ও কাশ্মীর অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প


প্রকাশ: 18/12/2023


Thumbnail

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার ভূমিকম্প আঘাত হেনেছে।  স্থানীয় সময় ৩টা ১৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

কাশ্মীর, পেশোয়ারের সামহনি ও ভীম্ভারসহ পাকিস্তানের অন্যান্য অংশেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিসমোলজিক্যাল সেন্টার অনুসারে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৮। ভূমিকম্পের গভীরতা ছিল ১৪০ কিলোমিটার, কেন্দ্রস্থল ছিল জম্মু ও কাশ্মীরের ডোডা জেলা। খবর জিও নিউজের।

দক্ষিণ এশিয়ার বৃহৎ অংশ ভূকম্পনগতভাবে সক্রিয়। পাকিস্তানে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ স্বাভাবিক ঘটনা। পাকিস্তন ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থিত।  ভারতীয় প্লেট নামে পরিচিত একটি টেকটোনিক প্লেট উত্তরে ইউরেশিয়ান প্লেটের দিকে ঠেলে দেওয়ায় এমনটা ঘটে থাকে।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে কয়েকদফা ভূমিকম্প হয়েছে। এতে আফগানিস্তানে প্রচুর ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূমিকম্পগুলো দুর্যোগ প্রস্তুতি ও প্রশমন ব্যবস্থার ওপর গুরুত্ব প্রদানের ইঙ্গিত দিচ্ছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭