ওয়ার্ল্ড ইনসাইড

কাশ্মীরে তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি


প্রকাশ: 18/12/2023


Thumbnail

এবার শীতকালে কাশ্মীরের গুলমার্গ অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রিতে নেমেছে।  চলতি মৌসুমে এটি এ অঞ্চলের রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার (১৮ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গুলমার্গ অঞ্চলটি জম্মু-কাশ্মীরে অবস্থিত প্রাকৃতিক অপার সৌন্দর্যে ঘেরা একটি এলাকা। পৃথিবীর ভূস্বর্গ নামে পরিচিত কাশ্মীরের বিশ্ব-বিখ্যাত পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত গুলমার্গ অঞ্চলটি। প্রতিবছর বিশ্বের অনেক দেশ থেকে এখানে পর্য টকরা ঘরেতে আসেন। গত কয়েকদিন ধরেই এখানে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছিলেন স্থানীয় আবহাওয়াবিদরা। তাপমাত্রা নেমে যাওয়ায় এ এলাকায় ব্যাপক তুষারপাত হয়েছে। 

এদিকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামে সর্বনিম্ন মাইনাস ৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া কাজিগুন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ০.৮ ডিগ্রি সেলসিয়াস, কোকেরনাগে ১.১ ডিগ্রি সেলসিয়াস এবং কুপওয়ারায় মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাপক তুষারপাতে উপত্যকাটির গুলমার্গে আটকা পড়েছে ৬১ পর্যটক। শনিবার (১৬ ডিসেম্বর) ওই এলাকায় অবিরাম তুষারপাতে নারী ও শিশুসহ ওই পর্যটকরা আটকে পড়েন। ভারতীয় সেনাবাহিনী আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে। এমন পরিস্থিতিতে উপত্যকা সাধারণ মানুষদের জীবনযাত্রা  দুর্বিসহ হয়ে পড়েছে।

ভারতীয় সেনাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তুষারপাতের কারণে তাপমাত্রা কমে যাওয়ায় পর্যটকরা সেখানে আটকে পড়েন। সেনারা তাদের কষ্ট কমাতে গরম করার ব্যবস্থা, ঘুমানোর ব্যাগ এবং গরম খাবার সরবরাহ করেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭